দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ
সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬
দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরু (মাঝারী)ও মদ, জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। তবে ভারতীয় মদ ও গরুর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে যানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৮/৫-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ০২টি ভারতীয় মাঝারী গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।
অন্যদিকে বাঁশতলা বিওপির টহল দল মঙ্গলবার( ০৭ সেপ্টেম্বর) বিকালে সীমান্ত মেইন পিলার ১২৩০ এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ০২টি ভারতীয় মাঝারী গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।
এদিকে মাঠগাঁও বিওপির টহল দল মঙ্গলবার( ০৭ সেপ্টেম্বর) রাতে সীমান্ত পিলার ১২২৪/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৪,৫০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং গরু (মাঝারী) শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।