রামেকে করোনায় মৃত্যু ৫ জনের
রাজশাহী থেকে | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা যান চারজন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা গেছেন একজন রাজশাহীর, দুইজন নাটোরের, একজন নওগাঁর ও একজন পাবনার।
এদিকে, ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৫৮ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯৭ জন। ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১২ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।