সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ

দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ

দোয়ারাবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তালাবদ্ধ রাখার ঘটনা ভিডিও করায় সাংবাদিককে কেন গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদান করা হয় এ ঘটনার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা।

সোমবার প্রেরিত নোটিশে আলমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল আমিনকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এর সঠিক জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, রবিবার দুপুরে দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ রিপোর্টার আলমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে বিদ্যালয়টি বন্ধ পাওয়ায় এর ভিডিও চিত্র ধারণ করে ফেইসবুকে আপলোড দেয়ায় সহকারী শিক্ষক আল-আমিন পরবর্তীতে এই সংবাদকর্মীকে ফোনে অশ্লীলভাবে গালিগালাজ ও চড়-থাপ্পড় মারার হুমকি প্রদান করে (অডিও রেকর্ড আছে) যা শৃঙ্খলা ও আপিল বিধির পরিপন্থী।

সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শনের জন্য কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী ৭ দিবসের মধ্যে দিতে নির্দেশ দেয়া হয়। অপরদিকে সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয় বন্ধ রাখার কারণ জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও নোটিশ প্রদান করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top