লক্ষ্মীপুরে চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫
মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ বিতরণ করা হয়েছে। করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে আওয়ামীলীগ নেতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুজ জাহের সাজু এ আয়োজন করেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে রামগতি উপজেলার দক্ষিণ পশ্চিম চর রমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, সহকারি শিক্ষা কর্মকর্তা হরিদাস সরকার, ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, করোনাকালীন এসময়ে শিক্ষার্থীদের উৎসাহ দিতে চরাঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় বিত্তবানরা এগিয়ে আসলে ঝরে পড়া রোধ সম্ভব। এতে শিক্ষার হার বাড়বে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।