চাকুরীর দাবীতে
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:২১
দিনজপুরের পার্বতীপুরে চাকুরীর দাবীতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির শ্রমিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনির পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রাস্তায় সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে দেড় শতাধিক শ্রমিক চাকুরীর দাবীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমরা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করেছি। দীর্ঘ ৪ বছর যাবত অধিকার আদায়ের লক্ষে শান্তিপূর্নভাবে আন্দোলন করছি। রুজি রুটির লড়াইসহ আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বিগত দিনের কর্মসূচি তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ নিয়োগের আশ্বাসের বার্তা দিয়ে থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাসের কোন বাস্তবতা নেই।
এ সময় সংগঠনের নেতা মাজেদুল ইসলাম, মদন চন্দ্র পাল, মোস্তাফিজুর রহমান, বিধান চন্দ্র রায়, শেখ আজাদ, নুর আলম, আরিফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, হাবিবুর রহমান, মাসুদুর রশিদ সহ সংগঠনের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/কেবিএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।