সিনহা হত্যা মামলার তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৬
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সাক্ষ্যগ্রহণ চলবে বুধবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত। মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদুল আলম আরও জানান, এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিন দিন মামলার প্রথম দফায় সাক্ষ্যগ্রহণ করা হয়। একইভাবে, ৫ থেকে ৮ সেপ্টেম্বর টানা চার দিনে দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।
উল্লেখ্য, সোমবার (২০ সেপ্টেম্বর) সাত সাক্ষী নিয়ে তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: মেজর সিনহা সিনহা হত্যা তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু ২০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ ইসমাইল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।