পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:৫০

পানির নিচে রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু।

পর্যটন মৌসুমে দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে এ অঞ্চলে আগমন ঘটে প্রচুর পর্যটকের। কিন্তু ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় ৬-৮ ইঞ্চি পানির নিচে তলিয়ে যাওয়ায় পর্যটকরা সেতুটির সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছেন।

রাঙামাটি পর্যটন করপোরেশনের বাণিজ্যিক কর্মকর্তা বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ১৯ সেপ্টেম্বর (সোমবার) সেতুটি বন্ধ করে দেয়া হয়েছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক বলেন, হ্রদের পানি কমে গেলে পর্যটকদের জন্য আবারো সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top