লক্ষ্মীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০৭

লক্ষ্মীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই এক। একে অন্যের পরিপূরক। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকতে হবে। সকালে লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

"যার মনে রয়েছে সাম্প্রদায়িকতা - সে বন্যপ্রাণীর সমতুল্য" এই শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা। ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক আশিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম, ধর্ম মন্ত্রণালয়ের উপ- সচিব আবদুল্লা আল মামুন শাহিন। বিভিন্নa সম্প্রদায়ের প্রায় শতাধিক ব্যক্তি নিয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top