৮ম বারের মতো গিনেস বুকে নাম লেখালেন ফয়সাল

মাগুরা থেকে | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মাত্র ১৯ বছর বয়সে ৮ম বারের মতো গিনেস বুকে নাম লেখালেন ফয়সাল

মাত্র ১৯ বছর বয়সে সপ্তম ও অষ্টমবারের মতো ওয়ার্ল্ড গিনেস বুকে নাম লেখালেন মাগুরার মাহমুদুল হাসান ফয়সাল। মাত্র ৩০ সেকেন্ডে ৬৬ বার ও ৩০ সেকেন্ডে ৬৮ বার হাতে ফুটবল ঘুরিয়ে দুটি রেকর্ড গড়েন তিনি। হাতে পেয়েছেন ওয়ার্ল্ড গিনেস বুক কর্তৃপক্ষের দেওয়া স্বীকৃতি সনদটি।

ফয়সাল গণমাধ্যমকে জানান, ছোটবেলা থেকেই খেলাধুলা তার প্রিয়। ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু নানা প্রতিবন্ধকতায় হয়ে ওঠেনি তা। এরপর শুরু করেন ফুটবল খেলা। খেলতে খেলতেই তিনি ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করেন। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়বেন।

তিনি বলেন, আমার স্বপ্ন, এ রকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়ার। পুরো বিশ্বের কাছে নিজের গ্রাম, জেলা ও বাংলাদেশকে তুলে ধরা। আমার এখন একটি মাত্র ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করা।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, ফয়সালের করা সপ্তম ও অষ্টম রেকর্ড আমাদের অনেক গর্বিত করেছে। ভবিষ্যতে ওকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আমরা।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: মাগুরা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top