ভারতে পাহাড় ধসে বাংলাদেশের বিপুল ক্ষতি
সুনামগঞ্জের তাহিরপুর থেকে | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৭
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্তের ওপারে ভারতে পাহাড় ধসের পর ঢলের পানির সাথে ভেসে আসা বালু- পাথরের নিচে চাঁপা পড়ে হাজার হাজার একর কৃষিজমি বিনষ্ট হয়েছে। ভরাট হয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালাসহ আশপাশের পরিবেশ-প্রতিবেশ। প্রাকৃতিক বিপর্যয়ের শিকার মানুষেরা বছরের পর বছর মানবেতর জীবনযাপন করলেও নেয়া হচ্ছে না কার্যকরী পুনর্বাসনের উদ্যোগ। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বালি সরানোর দাবী ভুক্তভোগীদের।
ভারি বর্ষণের কারণে প্রায় প্রতিবছর পাহাড় ধসের ঘটনা ঘটে ভারতের মেঘালয়ে। ঢলের পানির সাথে ভেসে আসা বালু-পাথর পড়ে হাজার হাজার একর কৃষি জমি অকৃষিতে পরিণত হয়েছে। বিগত এক যুগে বালু-পাথরের নিচে চাপা পড়ে চাষের অনুপযোগী হয়েছে হাজারও একর কৃষিজমি। প্রাকৃতিক বিপর্যয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর-রজনীলাইন এলাকায় দুই শতাধিক পরিবার নিঃস্ব হয়ে ভিটে বাড়ী হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।
চলতি বর্ষাতেও পাহাড় ধসের বড় ঘটনা ঘটেছে সীমান্তের ওপারে ভারতে। কৃষিজমির বালু-পাথর মিশ্রিত ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা। এক সময়ের সবুজ শ্যামল ধানী জমির মাঠ এখন ধূ ধূ বালুচরে পরিণত হয়েছে। চাষ বাসের অনুপযোগী জমিগুলো এখন কৃষকের গলার কাটা হিসেবে দাঁড়িয়েছে। পাহাড়ি চড়াগুলো ভরে গেছে।
বিপর্যয় থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে খাল-নালা খননের দাবি জানান স্থানীয় এই জনপ্রতিনিধি মোঃ.সম্রাট মিয়া। এদিকে জেলা প্রশাসক মোঃ: জাহাঙ্গীর হোসেন বলেন, ঢলের পানিতে ভেসে আসা বালু দরপত্রের মাধ্যমে বিক্রি করে কৃষিজমি পুনরুদ্ধারের উদ্যোগে নেয়া হবে খুব শীঘ্রই।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।