সৈয়দপুরে মুজিব ছায়ায় জমি দান যুবলীগ নেতার

সৈয়দপুর থেকে | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৮

সৈয়দপুরে মুজিব ছায়ায় জমি দান যুবলীগ নেতার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ মুজিব ছায়ায় দুই শতক জমি দান করে মানবিক প্রশংসায় ভাসছেন। এ জমিতে গৃহহীন ও ভুমিহীন গজেন্দ্র নাথকে দৃষ্টি নন্দন পাকা ঘর বানিয়ে দেবে সরকার।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৪৯৫ টি থানায় গৃহহীনদের জন্য একটি বাড়ি নির্মাণ করা হবে। যার নামকরণ করা হয়েছে মুজিব ছায়া।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এ যুবলীগ নেতা তাঁর ব্যাক্তিগত দুই শতক জমি মুজিব ছায়া প্রকল্পে দান করেছেন। সৈয়দপুর পৌরসভার কুন্দল মৌজার বিএস ২৪০ নম্বর খতিয়ানের ৫০৮ নম্বর দাগে অবস্থিত এ জমি। চলতি মাসের ৯ সেপ্টেম্বর তিনি সৈয়দপুর ভূমি অফিসের মাধ্যমে দলিল মুলে রেজিস্ট্রি করে দেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top