ঘোড়াঘাটে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১৬

ঘোড়াঘাটে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাবিপাট বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর বাস্তবায়নে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে নাবিপাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ সহ মাসকালাই চাষের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top