ট্রলারডুবির ঘটনায় তিন জেলের মরদেহ উদ্ধার

বরগুনা থেকে | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা এলাকায় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে তিন জেলের মরদেহ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামে ট্রলারটি ১১ জন জেলেসহ উল্টে যায়। এ ঘটনায় আটজনকে উদ্ধার করা গেলেও তিন জেলে নিখোঁজ ছিলেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী জানান, ঘটনার পরপরই ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে নিখোঁজদের পরিবারের সদস্যদের নিয়ে তিন জেলেকে উদ্ধারে পাঠানো হয় ট্রলার। তারাই ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বরগুনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top