চুল কেটে দেওয়া সেই শিক্ষিকার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২০
সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন তার উপর অর্পিত ৩টি পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত শিক্ষিকা বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন।
রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চাকরি থেকে স্থায়ীভাবে পদত্যাগ না করায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সেই সাথে তারা ৪দফা থেকে সরে এসে এখন এক দফা আন্দোলনের ডাক দিয়েছে।
এ বিষয়ে রবির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষিকা ইয়াসমিন বাতেন ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) অভিযুক্ত শিক্ষিকা ছাত্রদের চুল কেটে দেন এবং (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার চুল কাটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একাডেমিক এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।