পদ্মায় নৌকাডুবিতে নিহত চার, নিখোঁজ ৮ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়ালো।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পাকা ইউনিয়নের পদ্মা নদীর লক্ষ্মীপুর চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল আলমের স্ত্রী নিলুফার বেগম ও তার নাতনি মায়সা খাতুন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামের ফিটুর দুই শিশুসন্তান আয়েশা ও আসমাউল।
এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। জীবিত উদ্ধারকারীদের তথ্য মতে এ ঘটনায় এখনও ৭ থেকে ৮ জন নিখোঁজ রয়েছেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আলী রাব্বী সাংবাদিকদের জানান, উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে দুপুরে নৌকাটি অন্তত ৩০/৩৫ জন যাত্রী নিয়ে পদ্মার ওপারে পাকা ইউনিয়নের দশরশিয়া বাজার যাচ্ছিল। পথে লক্ষ্মীপুর এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড স্রোতের মুখে পড়ে ডুবে যায়।
খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস, রাজশাহীর একটি ডুবুরির দল ও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত ৪ জনের মরদেহ এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ বন্ধ হলেও পরদিন আবারও তা শুরু হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।