ভালবাসি দেশকে, সেবা করি মানুষকে : পার্বতীপুরে জেলা গভর্ণর

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১ অক্টোবর ২০২১, ২৩:৩১

ভালবাসি দেশকে, সেবা করি মানুষকে : পার্বতীপুরে জেলা গভর্ণর

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স ক্লাব অব পার্বতীপুরের ১৬তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর শহরের লায়ন চক্ষু হাসপাতাল চত্ত্বরে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব পার্বতীপুরের সভাপতি লায়ন রওশন জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ। সাথে ফাস্ট লেডি ডিজি সেলিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর সাবেক জেলা গভর্নর লায়ন কামরুন্নাহার। সম্মানিত অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব, ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন ডাঃ মোঃ বশির উল্লাহ, পিএমজেএফ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিও রাজীব। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত সকলে দাড়ায়ে সম্মান প্রদর্শন করেন। রিজোন চেয়ারমপার্সন লায়ন সালেহ আহমেদ মঞ্জু লায়ন সদস্যদের আনুগত্যের শপথবাক্য পাঠ করান ও শোক প্রস্তাব নিয়ে আসেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্লাবের উন্নয়নের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেন।

সব শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেলে জেলা গভর্ণরসহ অতিথিবৃন্দ এসে ক্লাব চত্বরে তিনটি বৃক্ষরোপন করেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top