মুহিবুল্লাহ হত্যাকান্ড
মুহিবুল্লাহ হত্যা ঘটনায় গ্রেপ্তার আরও ২ রোহিঙ্গা
কক্সবাজার থেকে | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২২:১৫
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মাস্টার মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা আরও দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। শনিবার (২ অক্টোবর) ভোররাতে তাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের ।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এসপি নাইমুল হক জানান, রাতেই গ্রেপ্তার দুই জনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন- জিয়াউর রহমান ও আব্দুস সালাম।
এর আগে, শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহ লম্বা সেলিম নামে একজনকে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।