বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

গোবিন্দগঞ্জে ভাবির হাতে দেবর খুনের অভিযোগে মামলা

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২২:৫২

গোবিন্দগঞ্জে ভাবির হাতে দেবর খুনের অভিযোগে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাবির বিরুদ্ধে দেবরকে হত্যার মামলা করেছে নিহতের মা বিধবা পারুল বেগম। পারুল বেগমের ছোট ছেলে খোরশেদ আলমকে তার বড় ছেলে আব্দুল ওহাবের স্ত্রী মরিয়ম সিদ্দিকা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগে উল্লেখ করেন। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উজিরের পাড়া বাইগুনী গ্রামে।

থানা মামলা না নিলে তিনি আদালত অভিযোগ দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে গোবিন্দগঞ্জ থানাকে মামলা গ্রহণ পূর্বক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ৪ অক্টোবর থানার গৃহীত পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আদালত। আদেশের পর গোবিন্দগঞ্জ থানায় ২৮ সেপ্টেম্বর মামলাটি রেকর্ড করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ.কে এম মেহেদী হাসান বলেন, নিহতের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হচ্ছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top