সৈয়দপুরে রেলের প্রচারণার বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

সৈয়দপুর থেকে | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ০১:২৯

সৈয়দপুরে রেলের প্রচারণার বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকায় গত কয়েকদিন ধরে মাইকে প্রচারণা চালাচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। প্রচারনায় রেলওয়ের ২৫ দশমিক ৭৫ একর জমিতে স্থাপনা মালিকদের নকশাসহ প্রয়োজনীয় কাগজ পত্র পার্বতিপুর কানুনগো অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এনিয়ে ব্যবসায়ীসহ নাগরিকদের মাঝে ভীতি দেখা দিয়েছে। রেল কর্তৃপক্ষের সেই প্রচারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ।

শনিবার (২ অক্টোবর) পৌর অধিবেশন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, সরকারি বিধি মোতাবেক যে সব পৌর বা সিটি কর্পোরেশন এলাকায় রেলওয়ের হাট-বাজার অবস্থিত সে সব হাট-বাজারের জমিসহ স্থাপনাগুলো পৌর পরিষদ বা সিটি কর্পোরেশনকে হস্থান্তর করতে হবে। আর জমির মালিকানা থাকবে ভূমি মন্ত্রনালয়। তবে পৌর পরিষদ লাইসেন্স প্রদান ও নবায়ন, রেন্ট ও টোল আদায়সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। এ বিধি মোতাবেক ৬ আগস্টের ১৯৮৫ সালে রেলেওয়ের ২৫ দশমিক ৭৫ একর জমি নীলফামারী জেলা প্রশাসক হস্তান্তর করেন পৌর পরিষদকে। কিন্তু রেলের ওই জমি হস্তান্তরে বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ আদালতে মামলা করেন। আদালত পৌর সভার পক্ষে রায় দেন।

এরপর রেল কর্তৃপক্ষ পৌর সভার বিরুদ্ধে ১৭ কোটি টাকা আদায়ের দাবীতে মানি সুটের মামলা করেন। এ মামলতেও পৌর সভার পক্ষ্মেই ডিক্রি হয়। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top