শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঘোড়াঘাটে পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড় ঝাঁপ

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ২৩:১১

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী

২ নভেম্বর অনুষ্ঠিত হবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। ইভিএম এর মাধ্যমে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক।

তফসিল ঘোষণার পর থেকেই দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছে বিশেষ করে আওয়ামীলীগ প্রার্থীরা। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে যাবে না মর্মে বিএনপি ও জামায়াত পরিচিত প্রার্থীরা যে যার মতে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে মাঠ ঘাট চষে বেড়াচ্ছে। এবারে এখন পর্যন্ত ঘোড়াঘাট পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী মাঠে নামলেও ইতিমধ্যে রবিবার জেলা আওয়ামীলীগ দলীয় সভায় ৩ জনের তালিকা কেন্দ্রে প্রেরণ করেছে। এতে করে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ৩ জন বাদ গিয়ে সব দল মিলে মাঠে থাকছে ৬ জন।

অপর দিকে বিএনপি যেহেতু দলীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করছে না, সেখানে ২ জনকেই মাঠে থাকার আশ্বাস পাওয়া যাচ্ছে। বর্তমান ঘোড়াঘাট পৌরসভার ২য় বারে নির্বাচিত মেয়র পৌর বিএনপি’র সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও ২ বারের নিকটতম পরাজিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সহ সভাপতি আবুল কালাম আজাদ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top