এবার ঘোড়ায় চড়ে এসেছেন দেবী দূর্গা

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ০২:০১

ঘোড়ায় চড়ে পিতৃকূলে আসছেন দেবী দূর্গা, মন্ডপে মন্ডপে চলছে প্রস্তুতি

মহালয়ার মধ্য দিয়ে শুরু হল দেবী দূর্গার আরাধনা। চন্ডী পাঠের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় দেবী দূর্গাকে। মর্ত্যলোকে আমন্ত্রণ পেয়ে ঘোড়ায় চড়ে পিতৃকুলে রওনা হয়েছেন দেবী দূর্গা। আগামী ১১ অক্টোবর রাত ৯টার মধ্যে ষষ্ঠী বিহিত পূজা, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পিতৃগৃহে আসবেন দেবী দূর্গা।

লক্ষ্মীপুরে দূর্গার আগমনে ৭৮টি মণ্ডপে চলছে জোড় প্রস্তুতি। প্রতিমায় রং লাগাতে ব্যস্ত প্রতিমা কারিগররা। শেষ মুহূর্তে দম ফেলার সময় নেই তাদের। একই সাধে চলছে মণ্ডপের ভিতর ও বাহিরে সাজসজ্জার কাজ। তবে করোনার কারনে কিছুটা সীমিত আকারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১৮টি নির্দেশনা মেনে উৎসব পালন করার কথা জানান জেলা পূজা পরিষদের সভাপতি শংকর মজুমদার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনর রশিদ জানান, উৎসব মুখোর পরিবেশে পূজা উদযাপনের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা। প্রশাসন, পুলিশ, র‌্যাব, আনসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে থাকবে ভ্রাম্যমাণ আদালত। ১৫ অক্টোবর সকাল ১০টায় দশমীর মাধ্যমে বিদায় জানানো হলে দোলায় চরে পিতৃকুল ত্যাগ করবেন দেবী দূর্গা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top