ঘোড়াঘাটে রাণীগঞ্জ সরকারি কেন্দ্রীয় কবরস্থানের উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ০৩:২৭

ঘোড়াঘাটে রাণীগঞ্জ সরকারি কেন্দ্রীয় কবরস্থানের উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর মৌজায় অবস্থিত কবরস্থানের বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণ শেষে শুক্রবার বাদ জুম্মা ফলক উন্মোচনের মাধ্যমে রাণীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের শুভ উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

রাণীগঞ্জ সরকারি কেন্দ্রীয় কবরস্থানটি যুগ যুগ ধরে উন্মুক্ত থাকায় বিভিন্ন গবাদি পশু সহ মানুষের অবাধ চলাচল ছিল। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানাশার প্রচেষ্টায় এডিপির অর্থায়নে ১৮ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণ কাজ শেষে গতকাল উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাণীগঞ্জ সরকারি কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি ও সিংড়া ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক আব্দুর রব খন্দকার, সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও রাণীগঞ্জ বাজারের বিভিন্ন মসজিদের মোয়াজ্জেম, মুসল্লিবৃন্দ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাণীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ কামরুজ্জামান সরকার।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে রাণীগঞ্জ সরকারি কেন্দ্রীয় কবরস্থানের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top