মমেকে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২১:৩৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা যান। রবিবার (১০ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে দু'জন ময়মনসিংহের। এদিকে আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী চিকিৎসাধীন আছেন ১০৩ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় একজন।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।