গোপালগঞ্জে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ২৩:১৫
গোপালগঞ্জে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, গোপালগঞ্জ শাখা সংবাদ সম্মেলনের আয়োজন করে। রবিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের হল রুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ফারদুল্লাহ লস্কর।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ২০ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ৫৮৪ জন শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জেন্ডার এন্ড জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী করোনাকালীন সময়ে পূর্বের তুলনায় ১৩ ভাগ বাল বিবাহ বৃদ্ধি পেয়েছে। গবেষণার তথ্যানুযায়ী গত এক বছরে ২৩১ জন শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে।
সংবাদ সম্মেলনে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও শিশু আইন ২০১৩ এর সঠিক ও কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।