কোটালীপাড়ার ৩০৩টি দুর্গাপূজা মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০০:১৮
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩০৩টি দুর্গাপূজা মন্ডপে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপের সভাপতি কৃষ্ণ চন্দ্রের হাতে অনুদানের অর্থ তুলে দিয়ে অনুদান প্রদান কর্মসূচি শুরু করেন।
এর আগে অনুদানের অর্থ বন্টন উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত পক্ষ থেকে এ উপজেলার ৩০৩টি দুর্গাপূজা মন্ডপে ৩ লক্ষ ৩ হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও সরকারি ভাবে প্রতিটি পূজা মন্ডপে ৫শত কেজি করে চাল দেওয়া হয়েছে। আমরা দলীয় নেতা কর্মীরা অনুদানের অর্থ মন্ডপে মন্ডপে গিয়ে বিতরণ করেছি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।