বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রামেকে করোনার উপসর্গে মৃত্যু ৪ জন

রাজশাহী থেকে | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ২০:২৪

রামেকে করোনার উপসর্গে মৃত্যু ৪ জন

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। বুধবার (১৩ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন আছেন। এছাড়া, ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২২৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top