মোবাইল ইন্টারনেট সেবা দ্রুত ঠিক হবে : বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২১, ২২:০৬
সারা দেশে শুক্রবার (১৫ অক্টোবর) ভোর থেকে মোবাইল ফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক কী কারণে এমনটা হয়েছে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়া গেলেও শুক্রবারের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম।
তিনি আরও বলেছেন, বিভিন্ন মোবাইল অপারেটরের সাথে ডাটা নেটওয়ার্কিং নিয়ে শক্রবার সকাল থেকেই কাজ চলছে। আশা করি যায় শুক্রবারই সমস্যার সমাধান হবে।
ঢাকাসহ বিভিন্ন জেলা থেকেও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যার কথা জানা গেছে।
এ বিষয়ে মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে বার্তা দেয়া হয়েছে - প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।