মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভুত, কোটি টাকার ক্ষয়ক্ষতি
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ০৬:০৪
গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এসময় ৭টি দোকান ঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে ।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এসময় মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয় । অগ্নিকান্ডের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে । ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস, পুলিশ, ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার বানিয়ারচর বাজারের একটি দোকান ঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে ।
ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকান্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । রাজৈর, মুকসুদপুর ও গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও পুলিশের একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এনএফ/৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।