সেন্টমার্টিনে আটকে পড়েছেন ৩০০ পর্যটক
কক্সবাজার থেকে | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০০:২০
কক্সবাজারের সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৩শ পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (১৮ অক্টোবর) স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব খান জানান, সেন্টমার্টিনে আগত পর্যটকেরা শুক্রবার (১৫ অক্টোবর) আসেন। টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে এ বছর এখনও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু না হলেও কাঠের ট্রলার ও স্পিডবোটে করে কিছু কিছু পর্যটক ঝুঁকি নিয়ে প্রবালদ্বীপ ভ্রমণে আসছেন। এভাবে শুক্রবার তিন থেকে সাড়ে ৩শ পর্যটক সেন্টমার্টিন আসে। কিন্তু এর পরই আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৩শ পর্যটক দ্বীপে আটকা পড়েন।
আটকেপড়া পর্যটকদের খোঁজ-খবর রেখেছেন বলে জানিয়েছেন এই ইউপি সদস্য। তিনি আরও বলেন, তাদের নিরাপদে থাকার ব্যবস্থাও করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: সেন্টমার্টিন কক্সবাজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।