ঘোড়াঘাটে জমে উঠেছে পৌর নির্বাচনের প্রচার প্রচারণা
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ২৩:৪০
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীদের পক্ষ থেকে পৌর এলাকায় চলছে মাইকিং। এছাড়া প্রার্থী বাদেও প্রচার প্রচারণায় থেমে নেই কর্মী সমর্থকরা। সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে একই প্রতীক চাহিদা সম্পন্ন প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ইউনুস আলী মন্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার মিলন (নারিকেল গাছ), আবুল কালাম আজাদ (জগ) ও প্রভাষক আব্দুল মান্নান সরকার (মোবাইল ফোন) প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেয়র পদে ৪ জন ছাড়াও ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীকে পানির বোতল, উটপাখি, টেবিল ল্যাম্প, পাঞ্জাবি ও ব্রিজ এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীকে আনারস, টেবিল ফোন, হারমোনিয়াম, ও জবা ফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে হোটেল-রেস্টুরেন্ট ও চায়ের দোকানে নির্বাচনী খোশগল্পে মেতে উঠেছেন ভোটাররা। উল্লেখ্য, আসছে ২ রা নভেম্বর ৭ম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৯টি ভোট কেন্দ্রে ৯ হাজার ৭৫৬ জন পুরুষ ও ১০ হাজার ১৯১ জন মহিলা ভোটার মিলে মোট ১৯ হাজার ৯৪৭ জন ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।