সৈয়দপুরে উত্তরবঙ্গের সর্ববৃহত জাশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী পালিত

নীলফামারীর সৈয়দপুর থেকে | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০২:১৫

সম্প্রীতির বার্তা দিয়ে নীলফামারীর সৈয়দপুরে যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে দেশের ২য় বৃহত্তম ও উত্তরবঙ্গের সর্ববৃহত্তম জাশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৯ টার দিকে শহরের রেলওয়ে মাঠ থেকে এ জশনে জুলুস বের হয়ে প্রদক্ষিন করে শহর। বৃষ্টি উপেক্ষা করে সর্ব স্তরের মানুষের এতে দলে দলে অংশগ্রহন করেন।

আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের তত্ত্বাবধানে বিরাট এই জাশনে জুলুছের নেতৃত্ব দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি রাহনুমায়ে শরিয়ত শাহ সুফী গোলাম কাদেরী তেগী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পীর মাশায়েখ, উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ সর্বস্তরের মানুষ। বিরাট এই জুলুছকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।

এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠন আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন, আঞ্জুমানে আশরাফিয়া, ফায়জানে তেগিয়া ফায়জানে ইমাম আজম আবু হানিফা কমিটি, গাউসিয়া কমিটি, আহলে বাইত ফাউন্ডেশন, আশিকানে আউলিয়া কমিটি, দাওয়াতে ইসলামী সহ শতাধিক সুফিবাদী সংগঠন এতে অংশ নেয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top