ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ফকিরহাট থেকে | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ০৩:৫৮

ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড.হিটলার গোলদার, মাও. মো. রবিউল ইসলাম, মাও. মো. মোফাজ্জেল হোসেন, মাও. মো. আমির হোসেন, মাও. মো. আ.মমিন, মাও. মো. জসিম উদ্দিন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল, আট্টাকী শীতলা মন্দিরের সভাপতি ডা. অরবিন্দু পাল মনি, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, পূজা উদযাপনের জীবন কৃষ্ণ ঘোষ, আনন্দ কুমার দে প্রমূখ।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আলোচনা করা হয়। এ সময় মাদ্রাসা প্রধান, সহকারী শিক্ষক, মসজিদের পেশ ইমাম, মোয়াজ্জেম, পূজা পরিষদের নেতা ও স্থানীয় গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top