দোয়ারাবাজারে ৪ জনের মনোনয়নপত্র বাতিল
দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ১৯:০২
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলার লক্ষীপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য ২জন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে সাধারণ সদস্য ১জন ও মান্নারগাও ইউনিয়নে সাধারণ সদস্য ১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। উপজেলা নির্বাচন অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাণি সম্পদ অফিস, অডিটোরিয়ামে ৪ জন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার নাগাদ নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে রবিবার (২৪ অক্টোবর) পর্যন্ত আপিল করা যাবে। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে আপিল আবেদন নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। আর ভোট গ্রহণ ১১ নভেম্বর।
বৃহস্পতিবার বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের পর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৪৯জন, সাধারণ সদস্য ৩৬০জন, সংরক্ষিত নারী সদস্য ১০৬জন বৈধ প্রার্থী রইলেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: দোয়ারাবাজার সুনামগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।