কক্সবাজারে আটক ব্যক্তিই ইকবাল হোসেন: এসপি

কক্সবাজার থেকে | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ১৯:২৮

কক্সবাজারে আটক ব্যক্তিই ইকবাল হোসেন: এসপি

কক্সবাজারে আটক হওয়া ব্যক্তিই কুমিল্লার ইকবাল হোসেন। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ কথা নিশ্চিত করেন।

কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন শহরের দ্বিতীয় মুরাদপুরের লস্করপুকুরপাড়ের বাসিন্দা ইকবাল হোসেন। পূজামণ্ডপের আশপাশের বিভিন্ন বাসা-প্রতিষ্ঠান ও শহরের কয়েকটি এলাকার ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে তা নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বয়সে তরুণ ইকবাল ‘ভবঘুরে ও মাদকাসক্ত’—এমন তথ্যও দিচ্ছে পুলিশ।

আটক ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের টিম কক্সবাজার গিয়ে তাকে নিয়ে কুমিল্লায় রওনা হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে সৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় ইকবাল হোসেনকে আটক করা হয়েছে। পরে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top