রামেকে করোনার উপসর্গে মৃত্যু ২ জন

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ২১:০১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুজনের। রবিবার (২৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। সন্দেহজনক রোগী ৩৪ জন। বর্তমানে করোনায় রামেকে ভর্তি আছেন আক্রান্ত আটজন ও উপসর্গ নিয়ে ১২ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৯টি নমুনা পরীক্ষায় একজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ দশমিক ৭৮ শতাংশ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top