পাটুরিয়া ঘাটে উদ্ধার অভিযানে ফায়ারের ডুবুরি দল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০০:৪১

পাটুরিয়া ঘাটে উদ্ধার অভিযানে ফায়ারের ডুবুরি দল

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি যানবাহনসহ ডুবে যাওয়ার ঘটনায় মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো.শরিফুল ইসলাম জানান, ডুবে যাওয়া যানবাহনে কেউ আটকা পড়েছেন কি-না তা তল্লাশি করতে ঢাকা থেকে উদ্ধার অভিযানে আরও দুটি ডুবুরি দল পৌছায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে মোট পাঁচটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি ডুবে যাওয়া যানবাহন দূরে ভেসে উঠেছে। স্রোতের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। ডুবে থাকা যানবাহনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি-না সেদিকেই ফায়ার সার্ভিস বেশি কাজ করছে। আর ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জলযান হামজা।

বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। দুই-তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top