লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২১, ০৬:০৬

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর মডেল থানা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

পরে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পাবলিক লাইব্রেরী ও টাউন হলে আলোচনা সভায় মিলিত হন সবাই। সভায় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ প্রমুখ।

পরে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার রামগঞ্জ থানার এস আই অলি উল্লাহ, শ্রেষ্ঠ কমিউনিটিং সদস্য কাউন্সিলর মোঃ স্বপনের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top