কৈশরকালীন পুষ্টি নিশ্চিতে
শিক্ষাপ্রতিষ্ঠানে খাওয়ানো হচ্ছে কৃমি নাশক ও আয়রন ট্যাবলেট
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০৫:৩৫
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাধ্যমিক শিক্ষা স্তরের সকল শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট ও ছাত্রীদের ফলিক এসিড সমৃদ্ধ আয়রন ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। রোববার (৩১ অক্টোবর) উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ থেকে ১৫ বছর বয়সীদের এ ট্যাবলেট খাওয়ানো হয়।
উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের ১০ বছর থেকে ১৫ বছর বয়সী প্রায় ১৭ হাজার ছাত্রছাত্রীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব মতে, এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় কিছুটা বেশি। সে হিসেবে প্রায় ৯ হাজার ছাত্রীকে ২ মাস ব্যাপী ফলিক এসিড সমৃদ্ধ আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ইউএসইও) দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের তালিকা সংগ্রহ করে তা জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। সে অনুযায়ী বাগেরহাট সিভিল সার্জনের অফিস থেকে কৃমি নাশক ও আয়রন ট্যাবলেট পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে আমরা ট্যাবলেট দিয়েছি। তারা নির্দেশনা অনুযায়ী মেয়েদের কৃমি নাশক ও আয়রন ট্যাবলেট এবং ছেলেদের শুধু কৃমি নাশক ট্যাবলেট খাওয়া নিশ্চিত করবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, কৈশরকালীন পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ফকিরহাটে ২ মাস ব্যাপী ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে। এছাড়া সকলকে এককালীন কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ফকিরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।