ট্রাক-কাভার্ডভ্যানের দীর্ঘ সারি দৌলতদিয়ায়

রাজবাড়ী থেকে | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ০২:৪৫

ট্রাক-কাভার্ডভ্যানের দীর্ঘ সারি দৌলতদিয়ায়

পদ্মায় নাব্যতা সংকট, প্রচণ্ড স্রোত এবং পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়ায় সৃষ্টি হয়েছে ট্রাক-কাভার্ডভ্যানের দীর্ঘ সারি। তবে অগ্রাধিকার ভিত্তিতে পারপার হচ্ছে যাত্রীবাহী বাস, পচনশীল পণ্য পরিবহনকারী ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি। তাই বাস কিংবা ব্যক্তিগত গাড়ির তেমন জট ঘাট এলাকায় নেই বললেই চলে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টায় সরোজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশে রয়েছে অপচনশীল পণ্য বহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের সারি। আবার গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৩ কিলোমটার পর্যন্ত দেখা যায় একই রকম যানজট। সেখানেও সারি রয়েছে অপচনশীল পণ্য বহনকারী ট্রাক এবং কাভার্ড ভ্যানের। মূলত ঢাকা-খুলনা মহাসড়ক থেকে যানবাহনের চাপ কামনোর জন্য এবং এই মহাসড়কের যানহবাহনের গতি ঠিক রাখতেই ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যানগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া শাখা ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, 'দৌলতদিয়া-পাটুরিয়ায় সব মিলিয়ে এখন ১৭ ফেরি চলাচল করছে। আমরা কাজ করছি যানজট নিরসনের। তবে, গাড়ির চাপ বেশজ থাকায় আমাদের হিমশিম খেতে হচ্ছে।'

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top