ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ফকিরহাট থেকে | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ০৬:২৩

ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানের ঢাকা-খুলনা মহাসড়কে খুলনা গামী একটি বাস যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। রূপসী নামক বাসটি মাদারীপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসে ফলতিতা বাজারের কাছে শুক্রবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় দুর্ঘটনায় পতিত হয়।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী অরুপ দত্ত (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে বলেন, ‘দ্রুতগামী বাসটির বাম পাশের সামনের চাকার টায়ার হঠাৎ বিকট শব্দে ফেঁটে যায় বা পাংচার হয়। বাসটি ঝাঁকুনি খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাবলা গাছে আঘাত করে এবং রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসের সামনের এবং বাম পাশের জানালার কাচ ভেঙে আমি সহ অনেকেই আহত হয়েছে। আমার মাথা ও ঘাড়ে একাধিক সেলাই লেগেছে।’

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পিনাক পানি বিশ্বাস বলেন, ‘এখন পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসের ১৩ জন আহত যাত্রী হাসপাতালে এসেছেন। তারা সকলে কাঁচে কেটে আহত হয়েছেন। এর মধ্যে একজনের শিরা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে বেশ কয়েকজন আহত যাত্রীকে চিকিৎসা নিতে দেখা যায়। এরমধ্যে মাদারীপুরের বাসিন্দা পপি বিশ্বাস, রূপসা উপজেলার বাসিন্দা নয়ন শেখ, সুবর্ণা ঢালীর মাথায় ব্যান্ডেজ করার কাজ করছিলেন চিকিৎসকেরা।

মোল্লাহাটের মাদ্রাসাঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করেছি। বাসটি খাদ থেকে তুলে জব্দ করা হবে। বাসের হেলপার ও চালক দুর্ঘটনার পর পর পালিয়ে গেছে।

এনএফ৭১/এমএ/২০২১



বিষয়: ফকিরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top