শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শীতেও সুগন্ধা নদীর ভাঙন

ঝালকাঠি থেকে | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১, ০১:৫২

শীতেও সুগন্ধা নদীর ভাঙন

সাধারণত বর্ষা মৌসুমে নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। কিন্তু ঝালকাঠিতে শীতেও দেখা দিয়েছে সুগন্ধা নদীর ভাঙন। আর এতে বিলীন হতে চলেছে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামটির বিস্তীর্ণ এলাকা।

নদীভাঙনে এই গ্রামে বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। বিত্তবানরা অন্যত্র জমি কিনে গ্রাম ছাড়লেও নিম্নবিত্তরা সব হারিয়ে নিঃস্ব হচ্ছে। নদী ভাঙনে কবলে পড়েছে রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসাসহ সরই গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান। এ বছর জুন মাস থেকেই ঝালকাঠি জেলার সুগন্ধা বিষখালী এবং হলতা নদীর ভাঙন বিগত বছরের তুলনায় অনেকটা বেশি। সুগন্ধা নদীর প্রবেশমুখ বিষখালীর তীরে থাকা একটি সাইক্লোন সেল্টার চলতি বছরের ২৬ আগস্ট বিলীন হয়ে গেছে নদীগর্ভে।

স্থানীয়রা জানান, বরিশাল-খুলনা নৌ রুটের ঝালকাঠি অংশে এলপি গ্যাস বহনকারী জাহাজের ঢেউয়ের চাপে শাখা নদীগুলোও ভাঙছে। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিতভাবে নদী খনন বা ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং দ্রুতগতির নৌযানের ঢেউয়ের কারণে ক্ষতির শিকার হয় নদীর তীর।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: ঝালকাঠি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top