ইউপি নির্বাচন
দোয়ারাবাজারে ৮২ ভোট কেন্দ্রের ১৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ!
সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৩:৪৩
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নয় ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর বৃহস্পতিবার। নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ রিবাজ করছে প্রতিটি ইউনিয়নে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নয় ইউনিয়নে ৮২টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ভোটার রয়েছেন মোট ১লাখ ৬৮ হাজার ৪৯৭ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৮৩হাজার ৫ শত ৫৬জন এবং পুরুষ ভোটার ৮৫ হাজার ৫ শত ৪০ জন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৮২টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ জন্য এই ১৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ও ৩৩ টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও ভোট বাক্স ছিনতাইর আশংকা রয়েছে। তবে এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন বলেন, নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে নজরে রাখা হচ্ছে। প্রতিনিয়ত আপডেট নেওয়া হচ্ছে। কোন প্রকার সমস্যা হলে তা দ্রুত সমাধান করা হচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনী আমেজ বিরাজ করছে পুরো দোয়ারাবাজারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: দোয়ারাবাজার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।