অবশেষে ফেরি আমানত শাহ্ উদ্ধার
মানিকগঞ্জ থেকে | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৪:৩১
উদ্ধার করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি রো রো আমানত শাহকে। সোমবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে তোলা হয়েছে পদ্মা নদী থেকে।
বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ ও বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে থাকা ফেরি আমানত শাহকে তুলতে সক্ষম হয়েছে। এখন ফেরির ভেতরের অংশের বিভিন্ন স্থানে পানি অপসারণের কাজ চলছে।
উল্লেখ্য, গেল ২৭ অক্টোবর পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে রো রো ফেরি আমানত শাহ ডুবে যায়। ডুবে যাওয়ার পরপর ডুবন্ত যানবাহন উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মানিকগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।