দৌলতদিয়ায় ফেরি স্বল্পতায় ভোগান্তি

রাজবাড়ী থেকে | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০০:৩৮

দৌলতদিয়ায় ফেরি স্বল্পতায় ভোগান্তি

ফেরি সংকটে দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ ভোগান্তি সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মাঝে সৃষ্টি হচ্ছে যানজট। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির নাগাল পেতে যানাবহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে তিনদিন পর্যন্ত।

দৌলতদিয়া ফেরিঘাটে বুধবার (১০ নভেম্বর) সকালে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিনশ' যানবাহন। এই মহাসড়ক সচল রাখার জন্য রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় রয়েছে পাঁচশ' যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাস বাস ও ব্যক্তিগত প্রাইভেটকার পার করছে ফেরিঘাট কর্তৃপক্ষ।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল বলেন, ফেরি বৃদ্ধি না করা গেলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top