ডিজেল পাচার ঠেকাতে কঠোর বিজিবি
বেনাপোল থেকে | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৫:৫৬
বেনাপোল স্থলবন্দর দিয়ে ডিজেল পাচার ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাড়িয়েছে নজরদারি। বুধবার (১০ নভেম্বর) সকালে বন্দরের আমদানি-রপ্তানি গেটে বিজিবি সদস্যদের দেখা যায় তদারকি করতে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে ডিজেলের দাম বেশি হওয়ায় একশ্রেণির অসাধু ট্রাকচালক বাংলাদেশ থেকে ডিজেল পাচার করে আসছিল। বিষয়টি নজরে এলে নড়েচড়ে বসে বিজিবি। ফলে ভারত থেকে আসা ট্রাক বেনাপোল বন্দরে আসার সময় তেলের ট্যাংকি স্কেল দিয়ে পরিমাপ করে লিপিবদ্ধ করা হয়। ওই ট্রাক পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার সময় ফের পরিমাপ করা হয়।
বন্দরে কর্তব্যরত বিজিবির সদস্য আব্দুল কুদ্দুস জানান, ভারত থেকে আসার সময় যে তেল ছিল তা আমরা লিখে রেখেছি। আবার যাওয়ার পথে ওই ট্রাক আবারও পরিমাপ করা হচ্ছে। যদি আসার সময় যে তেল বহন করে বাংলাদেশে প্রবেশ করেছিল তার চেয়ে বেশি পাওয়া যায় তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বেনাপোল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।