শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঘোড়াঘাটে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৭:৪৪

ঘোড়াঘাটে মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ১ যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র‌্যালী ও নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট প্রতিনিধি সামসুল ইসলাম সামু'র আয়োজনে মোহনা টিভির দর্শক ফোরামের সভাপতি আতোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, একরামুল হক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top