শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ফকিরহাটে রবিবার মাধ্যমিক পরীক্ষা শুরু, বন্ধ সব কোচিং সেন্টার

ফকিরহাট থেকে | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১১:০০

ফকিরহাটে রবিবার মাধ্যমিক পরীক্ষা শুরু, বন্ধ সব কোচিং সেন্টার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মাধ্যমিক স্তরের এই পরীক্ষায় ফকিরহাটের চার কেন্দ্রের অধীনে মোট ১ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার কারণে বন্ধ আছে উপজেলার সকল কোচিং সেন্টার ও প্রাইভেট ব্যাচের পাঠদান।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ৪ কেন্দ্র ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও এর আওতায় শিরিন হক মা্ধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯টি প্রতিষ্ঠানের ১০০১জন, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও তার আওতাধীন বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০জন, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে ৩টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯১জন এবং ফকিরহাট কারামাতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের ২১২জন পরীক্ষার্থী অংশ নেবে।

মূলঘর সরকারী উ্চ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক অনিমেষ মিত্র বলেন,দেড় ঘণ্টাব্যাপী গুচ্ছ ভিত্তিক পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে পদার্থ বিজ্ঞান, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে পদার্থ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস বলেন, কেন্দ্র ও ভেন্যুগুলোতে স্বাস্থ্যবিধি পালনে নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ করা যাবে না। প্রতি পরীক্ষার্থীর সাথে একজনের বেশি অভিভাবক না আসার জন্য অনুরোধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম বলেন, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও মেজিস্ট্রেট কাজ করবেন। এছাড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা চলাকালীন সময়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ফকিরহাট উপজেলার সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১



বিষয়: ফকিরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top