ঘোড়াঘাটে জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের ক্ষতি সাধনে
ঘোড়াঘাটে ষড়যন্ত্রমূলক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৬:১৫
দিনাজপুরের ঘোড়াঘাটে জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের ক্ষতি সাধনে আবুল খায়ের মন্ডলকে লাগিয়ে দিয়ে মেজবাহুল, রিপন, জিয়া, আব্দুর রাজ্জাক ও রুহুল আমিন বিভিন্ন ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
বুধবার বেলা ২টায় বিদ্যালয় অফিস কক্ষে সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৫ সালে জয়রামপুর উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টি সুনামের সাথে চলার সুবাদে কতিপয় ব্যক্তি দীর্ঘদিন থেকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা করে আসছে। ইতিমধ্যে সব মামলার রায় বিদ্যালয়ের পক্ষে আসে।
এরই ধারাবাহিকতায় আবার ৭ জুলাই তারিখে আবুল খায়ের মন্ডল এর নেতৃত্বে প্রধান শিক্ষককে হত্যার উদ্দেশ্যে ঘেরাও করে দূর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ নিয়ে ঘোড়াঘাট থানায় তাদের নামে ৪৬/২১ মামলা রুজু হয়। এছাড়াও ২৭ অক্টোবর তারিখে দূর্বৃত্তরা বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করলে তাদেরকে বাঁধা দেয় প্রধান শিক্ষক। এ সময় প্রধান শিক্ষক তাদের লাঠির আঘাতে গুরুত্বর আহত হয়ে দীর্ঘদিন ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন থাকে। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় আরও একটি মামলা দায়ের হয়।
দূর্বৃত্তরা এতেও ক্ষান্ত না হয়ে ১৬ নভেম্বর তারিখে বিদ্যালয়ের নিজস্ব ৫৭ দাগের ৭৯ শতক জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্বৃত্তদের কেটে নেয়া ধান গুলি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য মকবুল হোসেনের জিম্মায় রেখেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।