শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কালভার্টের নিচ থেকে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ২২:৫২

কালভার্টের নিচ থেকে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার

লালমনিরহাট সদর উপজেলার কেন্দ্রীয় জেলখানা রোড এলাকা থেকে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলখানা রোডের পাশে কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয় টাকাগুলো।

স্থানীয় লোকজন জানান, এক ব্যক্তি বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলখানা রোডের পাশে কালভার্টের নিচে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরার জন্য ফাঁদ পাততে গিয়ে কাঁদার মধ্যে হাত দিতেই একটি টাকার বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে সদর থানার ওসি মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (১৭ নভেম্বর) রাতে রাতে ঘটনাস্থল থেকে ৬৬ বান্ডিল এক হাজার নোট উদ্ধার করি। টাকাগুলোর গায়ে লাকি কুপন, সাথী সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার সংবলিত লেখা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে আবারও ওই জায়গায় অভিযান চালানো হবে। অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top