ঘোড়াঘাটে সড়ক ও জনপদের জায়গা দখল করে কোটি টাকার বানিজ্য

ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০৬:২৯

ঘোড়াঘাটে সড়ক ও জনপদের জায়গা দখল করে কোটি টাকার বানিজ্য

দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের হরিপাড়া-কানাগাড়ী হাটের পাশে মামা ভাগিনার সড়ক ও জনপদের কোটি টাকার সম্পত্তি দখল করে ব্যবসা বানিজ্য করলেও অভিযোগ করেও কোনো প্রতিকার নেই।

জানা গেছে, দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কটি হরিপাড়া-কানাগাড়ী হাটের মধ্য দিয়ে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ পর্যন্ত চলে গেছে। সড়কটি ঘোড়াঘাট উপজেলার মধ্যে হরিপাড়া-কানাগাড়ী দুটি মৌজার দু’ধারে হাটের অবস্থান। হাটের পূর্ব দিকে সড়কের দক্ষিণ পাশের মামা আলতাফ হোসেন সড়ক ও জনপদের প্রায় ১ বিঘা জমি দখল করে ‘স’ মিল বসিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে চলছে। অপরদিকে হাটের উত্তর পাশের ভাগিনা গোলাম রব্বানি পাকাঘর ৮টি ও টিন শেডের ৩টি রুম করে তা লক্ষ লক্ষ টাকা সিকিউরিটি নিয়ে তা ভাড়া দিয়েছে।

এ ব্যাপারে সড়ক ও জনপদের জেলা সার্ভেয়ারকে স্থানীয় লোকজন অভিযোগ করলে তিনি প্রায় ২ মাস পূর্বে সরজমিনে এসে মাপযোগ করে তাদের মৌখিক ভাবে এ সমস্ত ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। কিন্তু মৌখিক এ নির্দেশ অজ্ঞাত কারণেই আর বাস্তবে রূপ নেয়নি।

অভিযোগের বিষয়টি নিয়ে সার্ভেয়ারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তাদেরকে মৌখিক ভাবে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়ে এসেছি। পাশাপাশি এ ব্যাপারে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি তাকে অবগত করা হয় নি। এ অভিযোগের বিষয় জেনে নিয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এনএফ৭১/এমএ/২০২১

 



বিষয়: ঘোড়াঘাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top